#
কি করছি...কেন করছি...কিভাবে করছি
জানি না...তবে জানি হারিয়ে যাচ্ছি...
নিজের বিবেকের কাছেই ছোট হচ্ছি।
মূর্ত বিমূর্তের মধ্যে অগ্নিলাভা পেরচ্ছি...
কেন পাপ করছি..পাপীকে সমর্থন করে!!
কাব্য চিরন্তনিতে বাঁচার আগে যাব না মরে...
#
জানি না অনেকটাই, শব্দের মায়াসাগরে ভাসছি
আবার আমি মূর্খ, মুচি, মেথর ঐশ্বরিকতা ভালবাসছি।
#
যারা ধর্ষণ, বাজারদরের আধিক্য বুঝে কাঁদছে
যারা বাঁচার জন্য রোজ সাগরে তরী ভাসাচ্ছে...
আমি তাদের মাঝেই বিলীন হতে চাই এই জন্ম
পল্লীগীতির স্নিগ্ধ লাল মাটির মেঠো সুরে আমি নগণ্য....