জন্তুর মতো মুখোশের আড়ালে সভ্যতা
মিটে গেছে শিক্ষা ও সভ্য হওয়ার নাব্যতা।
তবুও জীবন চলছে..মিথ সম্বল করে
সিরিয়াল থেকে জীবন নিচ্ছে কুড়িয়ে...
আমি তো প্রতিবাদী তাই চুপ থাকতে অক্ষম
যারা মিতব্যয়ী...কথায়...ভাল উপাধীতে সক্ষম।
বুঝতে না পারি... ভুল করে যাব মিথ্যা জীবন
এই সুখহীন সুখী কবি..একদিন তুলবে প্লাবন।
বলতে পারবে না, না বলতে পারার রক্ত
যারা দুর্বল তারাই তো শক্তের একমাত্র ভক্ত।
তাই সত্য কথায় প্রতিবাদে... ঝগড়া করে
তারাই প্রতিদিন যন্ত্রণায়...লাল জলে মরে।
ভাললাগে...এসব দেখতে ও লিখতে আবার
এই বোধ জ্ঞানহীনপাপীরা নিপাত যাক এবার।
#
বাঙালি চাইছে সাহস আসুক ফিরে এই দুনিয়ায়
বাঙালি স্বয়ং সম্পূর্ণ, অমর্ত্য অঙ্গীকার কানায় কানায়...