অসংখ্য জীবন থেকেও জীবন্ত শব্দগুচ্ছ
প্রতিদিনের অস্তিত্ব। স্বপ্নগুচ্ছের মৎসপুচ্ছ।
অস্তিত্বের নষ্ট কথায় নির্দিষ্ট ভোরের বিকেল
সমস্ত কালো অমানিশায় হারানোর আক্কেল।
পড়তে বসেছি অনেকটা জুড়ে...ঘুরন্ত চোখ
কত পড়া ও পরীক্ষা..ভয়ের বদহজমের ঢোক...
তবু চাকরিহীন চাকরি মরীচিকায় ব্যাপ্ত জীবন
আমার শব্দ কবিতা নয়..শুকনো ঠোঙার প্লাবন।
অস্থির লাগে সময়, তবু একটা স্থায়ীত্ব সংজ্ঞা
তবু তোমায় দেখলে কাপে উড়ু থেকে জঙ্ঘা।
ভাবতে ভাললাগে আজও সংবাদহীন আমি
আর একাকিত্বের পাথর পুজো...ধর্ম অন্তর্যামি।
তবুও কিছু একটা ঘটবে ভাল..হাসির ইমোজি
ভবিষ্যৎ উজ্জ্বলতম উদ্দেশ্য জানেন বাবাজি।
হাঁটছি তা শুকনো পাতার বিছানায় ঘুমিয়ে উঠে
পড়তে হবে অজস্র ভাষার ইতিহাস খুঁটে খুঁটে।
হাসছি, হাসছ, হাসবে..মিথ্যা ব্যয় কবিতাজীবন
তোমার বুকেতেও লুকিয়ে স্বজনহারা এক শ্রাবণ,
যেদিন সবটুকু পেয়েও সর্বহারা হবে আত্মা
মনে পরবে এই লেখাটি...সেই ঘুমহীন রাতটা।