এক এক করে কমে যাচ্ছে জীবনের ব্যালেন্স
এক এক করে প্রাপ্তি হচ্ছে যত না পাওয়া
মুক্তি পাচ্ছে মুক্তো, নিদারুণ সত্য নির্ভরতা
উন্মুক্ত চেতনায় নশ্বর জীবনকেই চাওয়া।
#
সীমান্ত থেকে ঝগড়া আওয়াজে ঘুম ভাঙছে শহর
এই উন্মাদনা, এই উদারতা, মুক্তিহীন শান্তি।
না জানা পাগলামো..নিস্তব্ধতাটুকু চাইছে বারংবার
এই সভ্যতার তাই আজ শ্রীহীন শরীর জুড়ে ক্লান্তি।
#
না পাওয়া থেকে এই উদাত্ত রাগ প্রসারিত অহং
ফিরিয়ে আছে কঠিন কথায়..সহজ কথার পদ্য
চোখের সামনে হত্যালীলার অসহ্য গহীন অন্ধকার
আসলে জীবন হল অবর্ণনীয় মন সাগরের গদ্য।