বরফ যখন হারিয়ে যায় শিফন শাড়ীর আঁচল
মনে পরে যায়...ভালবাসার কৃষ্ণসম বাদল।
ভালবাসার কারণ থাকে না, প্রতি মুহূর্ত নতুন
ভালবাসার কেচ্ছা কীর্তিতে ভাবনাসাগরে মাতুন।
#
সত্যই যদি ভালবাসতেন, সত্যই যদি ভাবতেন
তাহলে নিঃশব্দ স্পর্শে প্রাণ খুলে কাঁদতেন।
মনে পরে যেত ফেলে আসা সমস্ত স্মৃতি
জীবন স্পন্দন, জীবন গ্রন্থনা-এটাই রীতি।
#
সব কবিতার মানে তো মান্যতায় হারায়
সব শেষে ভালবাসাই আবার হাত বাড়ায়...
ভালবাসার মানে, কারণ হাজার বছর স্তব
আজকের তোমার জন্য ভালবাসারই কলরব।
#
সব ভুলে ভালবাসতে শুরু করলেই মুক্ত বিহঙ্গ
আরম্ভ হল অমরত্বের ভালবাসার শান্তি-মঞ্চ রঙ্গ।