যেভাবেই বলি না কেন, মিছিলে আছি
ভালবাসার শহরে এটুকুই ভোজবাজি।
নিয়ন্ত্রণহীন লাখ লাখ প্রশাসন কথা
মনে পরে যায় অবিশ্রান্ত সব ব্যথা।
তবু কিছু বলতে চায় আট থেকে আশি
এই মিছিলি শহরকেই প্রচন্ড ভালবাসি।
কি আছে জানি না, জানতেও চাই না
শিখতে চাই, অনন্ত দিগন্তে শিখতে চাই।
কি শিখছি, কেন শিখছি, কোনটা শিখছি
আসলে সময়কে স্পা ভেবেই মাখছি।
নিজের অধিকার ও ভোট ক্ষমতা
মাইকের সামনে মুখোশের উদারতা...
মিছিলে আছি তাই সুখ খুঁজে পাই
রোজই নতুন করে নতুনটুকু চাই।
দিতে ভুলে গেছি প্রকৃতিকে পুনরায়
উজ্জ্বল কান্না আজ সূর্যের আভায়।
বাঁচার মন্ত্র আজ ভারাক্লান্ত সবুজ
লাইকহীন ভালবাসা চাই না অবুঝ...