অনেক কবিতার রসদ আজ ধর্ষিত
অনেক বেহিসাবী কথা বর্ষিত।
না বুঝেই এরা ধ্বংসলীলায় মত্ত
বোঝেনি, মানুষ হওয়ার শর্ত।
কতটা অবিবেচক আমাদের নীতি
আনন্দ উচ্ছলতা একমাত্র রীতি।
অন্তরের মস্তিষ্ক ঘুমিয়ে রয়েছে আজ
কেবলই ঘরে ফেরার নতুন সাজ।
কবিতার রসদ তাই সুপ্ত
কবিতা এখন মন্ত্রকবচে গুপ্ত,
সবুজ ঘাসের উপরে হাঁটছি
সোনালী সকাল চিবুকে মাখছি
চুপি চুপি যৌনতা করছে শব্দ
প্রকাশ্যে তা এ...এক্কেবারে জব্দ।
কি চাইছে অপরাধবোধ জানি না
কি চাইবে অপরাধ..সে মানি না,
শুধু ব্ল্যাকমেল করেছে বলেই পাচার
ভুলেছে কোন তথ্য গোপনীয় আচার...
কেবল ধ্বংসলীলায় মেতেছে জাতি
কবিতা লিখব এখন দিবারাতি...
সে সব এখন কবিতার স্বপ্নেই থাক
আসুন রক্ত মাখা হাত ধোয়া যাক।
সেলিব্রেটির পার্লার সাজে খুশি
আসলে মনুষ্যজাতি শব্দটা ঘুষি
কেবলই টেক্কা দেওয়ার কারিগরি
নিজেকে প্রমাণ করছি আহামরি।
স্ট্যাটাসে এখন আর্শীবাদ চাইছি
বিয়ে বাড়ী, গ্রন্থ প্রকাশ লটারি পাইছি...
এত বোকা কেন বাঙালি বিবেক
কোথায় সেই দেশাত্মবোধের আবেগ!!
কেবল মায়াময় এক ইউটোপিয়া
প্রেম বসেছে যৌনতা জাকিয়া...
এখন তাই সম্মান ও প্রতিবাদ রক্ষা
কবিতা অন্য কিছু দেবেই ধাক্কা।
সেদিন তোমরাও মুক্তি পাবে অন্যভাবে
সময় সুবুদ্ধিতে সে পথে নিয়ে যাবে...