কুয়াশা, মেঘ ও বৃষ্টির গল্প খেলা আজ
আকাশে তাই মন খারাপের সাজ।
#
মন কেমনের এসব দিনে তোমার খোলা চুল
আমার কবি কলমকে করে প্রচন্ডরকম ব্যাকুল...
#
আসছে কাছে...যাচ্ছে দূরে স্মৃতি-আনন্দ-মায়া
অস্তিত্ব জুড়ে প্রেম-বিষাদ-ক্ষমা-আর্ত ছায়া...
#
তবু তোমাকেই চাইছি ভেজা কাঁচের ওপারে
বিছানা এলোমেলো বালিশ পাশে রাখা রে...
#
মৌচাকে তাই হুল ফুঁটিয়েছে কত স্রোত
জলমগ্ন হৃদয়ে খুঁজছি ভাঙা উড়ানপোত...
#
লম্বা চুল এখনও দু’একটা মিলতে পারে কুয়াশায়
সেই মুগ্ধ করা স্নিগ্ধতা অবর্ণনীয় সাহিত্যের ভাষায়।
#
শিথিল করা সময়, আর শিথিল তোমার ভালবাসা
সারা বেলা মনকবিতায় শুধুই তোমার যাওয়া আসা...
#
ছুঁতে চাইলেও ছোয়া যায় নাকি সব দিনে
কুয়াশা কথার মেঘকরবী সাজালাম যতনে...