উন্মুক্ত ভাষার দিকে এগিয়ে যাই
চেতনার অভিসারে ঘুরে তাকাই,
নির্বাসিত স্বপ্নালোকে সে আসে
পুরাতন থেকে নতুনে ভালবাসে।
অনেকটাই তো পাইনি কত কাল
পেয়েছি যা তা আসলে মায়াজাল,
প্রমাণ করতে চাইছি নিজের অস্তিত্ব
না বুঝেই বলে চলেছি...পরম মাতৃত্ব।
হতে পারে এক জীবনের অভিধান
অন্য জীবনে পাঠরত সংবিধান,
হতে পারে সে জীবনের আধান
এই জীবনে প্রগাঢ় বর্তমান,
তবু তো রয়েছে কিছু চেতনা
পুরোনো-নতুনের সংমিশ্রিত প্রেরণা।
ধীরে ধীরে মৃত্যুর পর উন্মুক্ত
যে প্রাণ আমার ভিতরে সুপ্ত।
চিনতে পারলেও, ছুঁয়ার হয়রানি
অনেক জন্ম তার মিষ্টি শয়তানি
এক পলকে চেয়ে থাকার দৃষ্টি
বৃথা কাব্যের অতুলনীয় সৃষ্টি...