পাল্টে যাচ্ছে সবটুকু আস্তে আস্তে
নাবিক একাই কঙ্কাল...ভাসতে ভাসতে।
সিন্দাবাদ তো আরব্যরজনীতে মেলে
বুড়ো ঠাকুমারও ছিল এক ছেলে।
ধীরে ধীরে সম্পূর্ণ জীবন বৃত্ত
এখন নিজের ঘরেই একমাত্র ভৃত্য...
সময়ের সাথে শীতের মন খারাপ আসে
জীবন এভাবেই কথামালার প্রকাশে।
অনবদ্য বিষয় জেনেও সব এড়িয়ে যায়
...ছেলে আমার মস্ত মানুষ..গান শুনে কাটায়
বৃদ্ধ হলে পেনসন আর সেভিংস আছে
সে সব সার্টিফিকেট মূল্যবান, দহন আঁচে...
সবার তো সেই কপাল হয় না জানি
যে সন্তান দেখে না, মা-বাবা-কে টানাটানি,
হয়তো এই শিক্ষার একাকিত্ব যুগের ভাষা
এখন ডিজে কালচার পুরোনো ব্যাঞ্জো তাসা...
তবুও সমাজের আর্থসামাজিকতার মাঝে
এই সব অন্যায়, পাপের গায়ে লেগেছে।
এখন আবার ধর্ষণ মেন ইস্যু হয়েছে
জানিনা বৃদ্ধ বয়স তা রোজ পুঁয়েছে...
বৃদ্ধ মনকে রোজ ধর্ষিত হতে হয়
কি আর বলব, কবিতার ভাষায়!!
শুধু বলতে পারি ভাল নেই কবি
শুকনো পাতা ও শীতের ছবি।
শীতে দেখা নাই রে..শীতের দেখা নাই
ত্রিগুণাতীতকে সে গানটাই শোনাই।
ঈশ্বর বিচার করুক-মানবের কি হবে
কোন ছন্দ এবার মরসুম মাতাবে...