সফলতা ও
সফলতা ও অসফলতা
তা ঠিক করে দেয় না চাকচিক্য...
ভবিষ্যৎ বলবে আমি কতটা রিক্ত।
অসফল হতে পারলেই
বুঝতে পারবে..সঠিক হওয়ার সুর
শালিনতা অশালীনতা আপেক্ষিক, অসুর।
চিত্রাঙ্গদার দোষ গুণ ইতিহাস পারেনি করতে বিচার
আমি তুমি কি করতে পারি তা প্রতিকার।
#
হতেই পারে শিল্পী আঁকছেন নগ্ন ছবি
অশালীন বিচার করার আমি নই কবি।
আর কি হবে পাপ পুণ্যকে টেনে
সমাজ তো নিজের মত দুধটুকু নেবে টেনে...
কেন জানি না, মনটাও অশ্লীল হতে চায়
তাই তো এই লিঙ্গ প্রশ্নে মনটা হারায়।
#
সেক্স চেঞ্জ নতুন যুগে অর্থ থাকলে সাধারণত হয়
দুই বছর সময়...কেটে যায় সমস্ত সংশয়।
তৃতীয় লিঙ্গ স্বীকৃত তাই ভয় নেই কোনও...
চিত্রাঙ্গদাকে টেনে কি...তর্কে সুরাহা...মেটানো!!
তিনি নারী থেকে উত্তীর্ণ হওয়ার সুখে প্রকৃতি
পুরুষের মধ্যে খুঁজেছে...স্বমহিমায় আকৃতি।
শুদ্ধ-অশুদ্ধ তাই সময়ের ক্যানভাসে তোলা থাক্
সব কিছুর পক্ষে সৃষ্টি, শ্রী, মনটা খোলা থাক্।
যা কিছু সত্য ও সুন্দর তা কিছুই থাকে
তার্কিক কি কখনও ভুলেছে নিজ মাকে।
নিস্বার্থ সমস্ত সৃষ্টি...প্রকৃতির মতোই সত্য
চিত্রাঙ্গদা হোক প্রাচীন মনের মানুষের পথ্য।
যুগ যুগ ধরে অনেক চিত্রাঙ্গদারা জন্মায় পৃথিবী
মহা বিশ্বব্রহ্মান্ডের হাতেই পরিবর্তনের চাবিকাঠি।
#
মনের মতো হল না তার্কিক,
তবু উত্তর তোমার যৌন সুখে
লুকোনো হাসিটাই তোমার আরাম,
বাস্তব তৃপ্তিটুকু মনে ফুটছে মুখে।