ঝাপসা সবুজ বিন্দু আলো পথ দেখাচ্ছে
লাল থেকে লালতম আভা...মৃত্যু মাখাচ্ছে।
অনেকটা অস্তিত্ব বাড়ি উঠোনে তুলসী মঞ্চ
ফেলে এসেছি মায়াবী স্কুল, মেঠো গঞ্জ...
চুরি হয়ে যাওয়া সত্তা, চুরি হওয়া মাতৃত্ব—
তবু বলতে চাইছি ভারতবর্ষের সৌভাতৃত্ব...
কত শত সিগন্যাল সত্যই হতে পারত
শত লক্ষ সম্ভাবনা, এমন করে মরত...
জানি না বলেই দূষণ জলের ভাবনা
আর্বজনা থেকেই জৈব সারের চেতনা।
সবটুকু ছত্রাক স্বপ্ন উপার্জনে নারীশক্তি
প্রকৃত স্বল্পমূল্যে শিক্ষাই আমাদের শক্তি।
তাই নিজস্ব খাদ্য বিপণন করে এলাম
আড্ডায় কবিতার দোকান খুলে ফেল্লাম...