এখনও মস্তিষ্কের সাময়িকতা শান্তি দিতে পারে না
মনের বহ্নি জ্বালা খুব সুখী ভ্রমকে মুছিয়ে দেয়,
এখনও ফেলে আসা আত্মার অতীত ছাড়ছে না
এখনও “তুমি জীবন নষ্ট করেছ” কুড়ে কুড়ে খায়।
অনেক অভিশাপ, অনেক খারাপ চূড়া গড়ছে
শুধু সে বুঝতে চাইছে না সবটাই সময় ভ্রম
অনেক ভাবনারা প্রতিদিন কবিতায় লুটাচ্ছে,
ঐ তো আমায় নিতে আসছে আমার যম।
#
আসুন শান্তির খোঁজ করার চেষ্টা করি
জীবনটা জীবনের মতোই ভাবতে থাকি,
আসুন নতুন পথ গড়ার চেষ্টা করি
আমরা একে অপরকে ভাল রাখি।
স্বার্থহীনভাবে বলা সহজ কিন্তু করা কঠিন
স্বার্থ এসে যায় সম্পর্কের মাঝে...
ঝগড়া হয়, সময়ে মিটে যায়
তাই মতবিরোধের ধাঁচে
সময় সময়ের কাছেই হারায়।
#
খারাপ লাগে, খুব খারাপ লাগে
তবু সখ্যতার সম্পর্ক জাগে।