কিছু কিছু শব্দ তুমি চিনিয়ে গেলে চলে
কিছু কিছু অনুভূতি তোমার কথাই দেয় বলে...
কিছু কিছু শব্দ অচেনা থেকে গেল
কিছু কিছু শব্দে আজও আগুন জ্বালো...
কিছু কিছু শব্দ চিরস্মরণীয় স্মৃতি
কিছু কিছু শব্দ দুর্বোধ্য আবৃত্তি।
কিছু কিছু শব্দ সুরাহাহীন আদিমতা
কিছু কিছু শব্দ কেবলই নীরবতা।
কিছু কিছু শব্দ অভিজ্ঞতায় জরাজীর্ণ
কিছু কিছু শব্দ বড়ই সংকীর্ণ।
কিছু কিছু শব্দ সহিষ্ণুতার ব্যথা
কিছু কিছু শব্দ চিরকালীন কথা।
কিছু কিছু শব্দের ভ্রমণ পিপাসু চাহিদা
কিছু কিছু শব্দ মহামানবের উদারতা।
কিছু শব্দ বাবংবার শুনতে ভাললাগে
সেই শব্দেই অনেক জীবন জাগে,
শুনতে পাচ্ছ তুমি সেই শব্দ
আমি কেবল তার কাছেই জব্দ।
#
কিছু কিছু শব্দে ভীষণ ভয় আজও
কিছু কিছু শব্দে মিটে যায় কাজও
তবু কিছু শব্দের খুবই প্রয়োজন
শব্দের জন্যই শব্দের এই আয়োজন।