কি প্রকাশ করতে চাই, কেন চাই,
তবু চলতে থাকা পথে, অজানা খারাই
এই পথেই পথ আমাদের নামায়,
কি বা করব প্রকাশ অস্তিত্বের মমতায়।
জানি না, শ্যাওলা শরীরে উৎসব চলছে কেন?
ধীর গতিতে গতিময় আবেগ পিন্ড গিলছে সমাজ।
তাই ভুলে গেছে ধর্ম মানবতা আর নতুন নামাজ।
ভুল তো হয়, ভুল তো হতেই পারে পুনরায়
তাতে কিসের এত সংশয়, জানি না, ভাবনায়...
ভাল লাগে এই অস্তিত্ব আর অস্বস্তি...
ভাবনা আসুক কর্পোরেট যুগে এখনও আছে বস্তি।
সকলের উন্নতি না হলে সভ্য ঘরেও রেপ হবে
লোক দেখানো উন্নতি সে সব বুঝতে কবে, কবে, কবে!!