ভয় আসে নিথর দেহের আপন জনের শব
ভয়ে ঘুম ভাঙে এ কোন সকালের স্তব!!
নিথর দেহে শুয়ে আছে আমার সুজন
নিজের মানুষের সমগ্র অনুভূতি বোঝে ক’জন?
ভাল নেই দু’জনেই, তবু বেঁচে আছি
দু’জনে দু’জনকে দেখে বলি, রয়েছি কাছাকাছি।
তাই ভয় লাগে হারিয়ে যাবে না তো ডাকনাম
তাই তো বলি মা, তোমায় অনেক জন্ম প্রণাম।
মৃতদেহ আর মা...এই স্বপ্ন দেখতে চাই না
সম্মান করি না যে মা-কে, সেই ফেরায় চেতনা।
ভাললাগে, ভালই লাগে, ভাল লাগবে চিরকাল
অফুরন্ত আত্মত্যাগ করে, তোমার প্রতি সকাল।
এই স্বপ্ন যেন স্পন্দন হয়ে থেকে যায় মনে
রাগ হলে দেখে নিও লেখাটি...প্রয়োজনে।
দুঃস্বপ্ন নিয়ে চলি আমি কবিতার গ্রহে
অনেক কাল অবুঝ কাটিয়েছি মোহে...