সফলতার জন্য যে না পাওয়া থাকে
সেটাই সৃষ্টি সুখকে খুব ভাল রাখে।
তোমার আমার সেই না চাওয়া থেকে
আবেশ হিমে কিছুটা সুখ মেখে
এগিয়ে যাই নতুনের দিকে মন
খোলা চুলের গন্ধে পাগল সারাক্ষণ।
একটু বাউল হওয়া একতারা বাজে
খমোকটা ভুল করে ফেলে কাজে
কোপাইয়ে লাল মাটি উড়তে থাকে
সুর তো ভুল করেই খুঁজছে তাকে।
এভাবেই চলতে থাকে সময় ও
আমার কবিতা। বুঝেছে ও...
তবু সাফল্য আর টিকিয়ে রাখা
এসব ভাবলে খারাপ হয় মাথা
তোমার জন্য পাতলাম সুখ শাখা
হাতে বাটি, লোভাক্ত কদবেল মাখা...