অনেক মিথ্যা লিখে যেতে হয়
বিশ্বাস না করলেও
অনেক কথা চেপে যেতে হয়
কিছুটা সত্যি জানলেও।
ভাবনার মধ্যে সত্য আনলে
ঝামেলা তো আসবে,
উন্নতির মাঝে আধুনিক মানসিকতা
সত্যই বাসা বাধবে।
কিন্তু সবাই তো সে চিন্তায় চিন্তিত নয়
পাছে লোকভয়টুকু থাকে
সৃজনশীলতা যেন সৃষ্টিকর্তাকে জড়িয়েই
অমৃতটুকু মাখে।
#
সব বুঝে গেলে পস্তাতে হয় কেন আমি
মানুষ বিবেকে বন্দি...
উপরওয়ালার রয়েছে আসলে আমায়
নিয়ে অন্য অভিসন্ধি।
জানলে পরেই বিদ্রোহ আসে আর আসে
সমাজের নিপীড়ন
স্বাগত জানাই তাদের যারা পৃথিবী পরিবর্তনকারী
নতুন দিশার জাগরণ।