অনেক ইঞ্চির পার্থক্য থেকে যায়
অনেক ঘটনার পার্থক্য থেকে যায়
অনেক উদারতার পার্থক্য থেকে যায়
শুধু উদ্যম সময়ের সাথে হারায়।
আমার শরীরের ইচ্ছা...সঞ্চারিত হয়
অন্য আত্মায়, তাই আবার বিপ্লব হয়
তৈরি হয় নতুন মতবাদ ও জিজ্ঞাসা
জন্ম নেয় নতুন কবিতার চরম প্রত্যাশা।
#
দেখতে শিখলে, বুঝতে পারবে
এই কলম তোমার নয়...ছাড়বে
আর ধরবে নতুন আশার বাণী
মিটে যাবে আমার মিথের গ্লানি,
মুক্তি পাবে মুক্ত হওয়ার ইচ্ছা
এ হল হস্তপরম্পরার স্বেচ্ছা...