অস্থির হলেই আসল আনন্দ পাওয়া যায়,
আনন্দের এক নতুন ভাবনা ভাসায়।
প্রচারহীন প্রচারের আলাদা মাধুর্য আছে
বেঁচে আছি কবিতার মাঝে তোমার কাছে...
ভাললাগে সুর আসে, ভাললাগে রাগও হয়
সম্পদরূপী শব্দরা ভেসে যায় আনন্দে
মিশছে মেশার আলোর ভালবাসার পরমানন্দে...
#
নিজেরও আনন্দ আসুক এটাই চাই বারবার
পাই না তা...জানি না কেন তা আবার।
মধুর হতে হতেও হয় না সে সমৃদ্ধি
তাই পুরাতন কাব্যগাঁথাই করছি আবৃত্তি।
সম্পূর্ণ হচ্ছে ধীরে ধীরে নতুনের আবহে
ভেসে চলেছি জীবনের অন্তহীন প্রবাহে...