জঞ্জালের মতো স্মৃতি মুক্তোর মতো কোমল
স্মৃতি জঞ্জাল ছিল বলেই জীবন সফল।
নতুন এক ভাবনা, আর ভাবনা পুরাণ কথা
কথার মধ্যে লুকিয়ে থাকে অনন্ত সব ব্যথা।
অস্তিত্ব ও সফলতা হারিয়ে যাওয়ার আগে
মনের মধ্যে স্মৃতি জঞ্জাল পুনরায় জাগে।
ভয়ভাবনা, স্বপ্নের মাঝে স্মৃতি জঞ্জাল বিক্রি
যেতে চাই জীবন জুড়ে...যেতে হবে শীঘ্রই।
আনন্দ ও বেদনা, সময় শেষে জঞ্জাল স্মৃতি
ভুল করেও কেউ করবে না তা আবৃত্তি।
আস্তাকুড়ে ফেলে দাও জঞ্জাল কথা রোজ
জঞ্জালে থাকে স্মৃতির মতো অমরত্বের খোঁজ।
তবু জঞ্জাল, ভেসে থাকে ক্ষত চিত্র স্মৃতি
জঞ্জাল জমালে ধুলো জমে...বাঙালির প্রবৃত্তি।
বিক্রীওয়ালা আসলে বেঁচে দাও কিছু স্মৃতি
নতুন করে সম্পর্ক আসুক, বাড়ুক সম্প্রতি।
সম্পর্কের বৃথা অভিমান জমিয়ে রেখো না
জঞ্জাল স্মৃতি নিয়ে কবিতা এতো ভেবো না।