তালিম তো অনেক নিয়েছি
তালিমের মতোই তালিম,
জমিদারীতে তালুকদার
জীবন পাখির ডালিম।
অনেক তো নোংরা করেছি
শ্রেষ্ঠত্বের তুলনা কালে,
পিএইডি করতে পারলে
সময়কে জরাবো জালে।
কাজ কর্মে নতুন ভাবে
নতুন কিছু করতে হবে,
যতই নতুন প্রেম জুটুক
ফুল ফোটেনি টবে।
হাসিও পায়,
ভাবনাও আসে
এই দুনিয়া,
এভাবে ভালবাসে।
#
স্বপ্নের মতো নিয়ম কথা
বুদ্ধি মগজে পূর্ণ স্বাধীনতা।
ঘার ধাক্কা তো দেবে সময়
থাক না মায়াবতীর নীরবতা।
তালিম নেব না ভাষার জন্য
ভাবতে চাই না প্রশংসিত কথা
জমিয়ে রেখেছি প্রাণের মধ্য
না বলা সব কবিতা ব্যথা।
এবার থেকে পাল্টাবো না
কিছুই করব না সৃষ্টির মতো
ভরিয়ে দেব সব অধরা
বিন্যাস করব না কোনও ক্ষত।
যা আছে তাকে তাতিয়ে দেব
বলব যা করছি বেশ করছি
আমরা আগেও মরেছি আজও
মরব, মারব আরও মারছি।
তালিম নিয়েছি অমানব হব
তালিম নিয়েছি সত্যতায়
তালিম নিয়েছি রক্তের অমরতা
তালিম নিয়েছি নীরবতায়।
কেবল বড়লোকরা আনন্দ পাবে
সাম্যবাদের নামে ক্ষমতা অত্যাচার
বুদ্ধি করে ক্ষমতার লোভ
আর মানব না পয়সার যথেচ্চার।
#
এবার তাই আরশোলা দিন শুরু
এবার নোংরা কীট হলাম গুরু...