তোকে খুব দেখতে ইচ্ছে করছে,
তোকেই খুব দেখতে ইচ্চে করছে,
বার বার কেন জানি না, দেখতে...
সেই সব সুখময়তা নতুন করে মাখতে।
জল আসে, মিলিয়ে যায়, আপেলের ঢোঙায়
তোর জীবন পুকুরে আমি, জল কানায় কানায়...
নিস্তেজ, হওয়া সেই শুকনো গোলাপে আমি
তোকে শ্রদ্ধা করি, ভাবিনি তোকে বদনামি।
খারাপ তোর মনে লুকিয়ে ছিল, তাই উদারতা
সহানুভূতি ছাড়া কিছু নেই...লুকাচ্ছিস যৌনতা।
আসলে যা চাইতিস তাতে বিবেকের কাছে...
ভয় পেয়ে গেলি... লোক জানাজানি হয় পাছে।
ভালই হয়েছে, এখন আমি একা একা সব পারি
জানবি তুই...নীরবতায় জীবনের হাতটাই ধরি।
জীবন নিয়ে ভাবছি, জীবনের মতো বাঁচি
তোকে ছাড়া আমি, এক জীবনের রাজি।
কিন্তু
পরের জন্মের তোকে চেটেপুটে খাব
জানি গডস...তোকেই আমি পাব।