দেশ ভক্তির গন্ধ সাম্যবাদী গণতন্ত্রে।
পুরাতন যত স্তুতি মন্ত্রে।
সেসব দিনে তত্ত্ব কথাও ছিল।
চে-মাও-উজার করে দিল।
বাস্তবিক দেশ ভক্তির হুজুগ চাই।
আজকালকার স্মার্ট যুগে হাসি পায়।
নিজের কথা ভাবার সময় নেই
আবার দেশের কথা!!
শুধু ২৬, ১৫...মাংস খাওয়া ছুটি
আর স্কুল কলেজ সরকারের ফ্ল্যাগ উড্ডিন।
তাও সূর্য অস্ত গেলে নামাতে ভুলে যায়।
সম্মানহীন দেশ বলতে যা বোঝায়য়য়য়য়...
তা সহিষ্ণু-অহিষ্ণু করেই মরল।
আর আধ পেটারা চুপ...কারণ
তাহলে পরের দিনেরটুকু জুটবে না।
এই আমার দেশ।
কান্না পায়...কি করতে আমি ভারতবাসী।
কেন এখনও দেশকেই ভালবাসী।
আঙুলের ঢগায় উড়ছে স্বপ্নপুরাণ
আর প্র... বলছে শক্তিশালী গান।
এখন সবটাই মেকি...অহং
সে সব মিশনের ব্যবসা বয়ন।
সবাই প্রতিষ্ঠানের ধ্বজা ওড়ায়
কটা সন্তান কোলটা ভরায়!!
কে ভাবে দেশের সামগ্রিকতা
সব মুখে বড় বড় ভাওতা।
বয়স হলে কিছু গোষ্ঠী
দেশ প্রেম, শেষ প্রেম – ভাবে
যুব সমাজকে কে সেই পথে
নিয়ে যাবে?
চুড়ান্ত আক্ষেপ অন্ধকার ও আধুনিকতা
এসব লিখতে চাওয়াও বাতুলতা...
এখন সবাই নিজে সম্পত্তি গুছিয়ে শান্তি
নোট গুনতে গুনতে নেই ক্লান্তি।
তার উপর লোন নেওয়া হিরিক
শান্তিহীন বধ করলাম মারিচ...
তাই সোনার বাংলাহীন হরিণ চাইছে মন
রাজনীতি সর্বত্র, তা জানে প্রিয়জন।
রাজনীতিহীন কবিতা, দল উদ্ভিদে আছে
শান্তি চাইলে যাও তবে সবুজের কাছে।
শুধু ক্রিকেট ম্যাচ জেতা...
দেশাত্মবোধকতার শেষ কথা নয়।
ভাবনার পরিবর্তন ঠেকাবে ক্ষয়...
একটু ভাবুন...যারা দেশ দেশ দেশ করে...
প্রদীপের শিখা জীবন হল
তেল হল ভালবাসা...
ভালবাসা হলে শিখা জ্বলবে।
চেতনায় ও দেশের হিতে...