আজি শুভ পিতার বেথেলহেমে বরফে ঢাকা...
সেখানের আস্তাবলে ছোট্ট যীশুকে রাখা...
রোমানদের শনি দেবতার উদযাপন এ সময়
তবু ঈশ্বরের তিন সাধক...দিয়েছিলেন অভয়।
ম্যাজাই-এর উপহার আজ বড়দিনের সান্তাক্লজ
যীশুর প্রতি মুসলমান ধর্মালম্বীরও আস্থা...হজ।
রামকৃষ্ণ থেকে রবীন্দ্রনাথ সবাই মেনেছেন
শান্তির কথা কাশ্মীরেও তিনি প্রচার করেছেন।
#
হুজুগ ও ছুটির দিনে শীতের দিন যাপন
চিড়িয়াখানা থেকে গড়ের মাঠে উদযাপন।
জীবন কারখানার আসল চেতন খোঁজ ক্ষ্যাপা
আমি আমি করিস, জীবন নয় ব্যাংক ব্যালেন্সে মাপা...
#
তবু নিজেকে খুঁজি বৃদ্ধাশ্রমের কুঁচকানো চোখে
মনে আসুক সেবা পরম ধর্ম...হাসি থাকুক মুখে...
ক্ষমতার স্বভাব পাল্টে সবারে ভালবাসার অভয়
আপন ভাবিস বড়দিনের শান্তিতে, বড় হোক হৃদয়...