(১)
আমি যেখানে ভাবছি সব শেষ
আমি যেখানে ভাবছি উপলব্ধির কিছুই নেই
সব মিশে গেছে ভয়াবহ রহস্যের অন্তরালে
ঠিক সেখানেই একটি উলঙ্গ শিশু
সদ্য জন্মেছে মনে হয়।
আকুল চিত্কার করছে মায়ের স্তনের দুধের আসায়।
কিন্তু হায় ভাগ্য একি সুনামী পরিহাস
জন্মদাতাকে নিলে কেড়ে জন্মাঙ্গুরকে ফেলে
নিষ্ঠুর পৃথিবী তোমার হৃদয় কি আব্রু পাথর
নির্জীব কঠিন?
আমি জানি তুমি সত্যকে জন্ম দিতে গিয়ে
পেয়েছো কেবল নিষ্ঠুরতা
তা বলে কি আমি, আমার মতন সাধারণ প্রাণ
তোমায় করেছি এতটাই অবহেলা
যে সুনামী মৃত্যু বিভীষিকা করছে পাগল
সত্য সাধারণ শ্রমিক মানুষ যদি না থাকে
তবে কি ধরবে আগল?
(২)
হতে পারি নকল প্রাণ উদ্ভিদকূল আসল
তবু নকলেরা শাসন করতে করতে
পাও নি কি তুমি পৃথিবী
আমাদের মতো সাধারণ কিছু আসল...