পান্ডার কাছে এক ভক্ত
দান দিতে চায় শক্ত
খুঁজে পায় না কিছু...
চল্লিশ হাজারে পুজো পিছু...
তারপর পান্ডাকে বলছে দান দেব
একটু শান্তি
একটু দেখিয়ে দাও...না
পান্ডা ভাবে আমি পেলাম না,
যেদিন ফিরবেন তার আগের দিনে
পঞ্চান্ন হাজার দেয় পান্ডাকে সন্ধ্যা গগণে
দান দেওয়ার জায়গায় শেষ দিনে...
ভক্ত দেন..তেরো লাভ
পান্ডা যেটুকু পাওয়ার পান...বাঁজে শাঁখ
তাই চোদ্দ হাত ধ্বজা..উড্ডীন প্রধান কথা
সংগোপনে লোভহীন ব্যথা
যে বোঝে সে থাকে
বাকিরা নিজের নিজের করে, তৃপ্তি কথায় মাতে