(১)
এখনও আমার পেটে মশলা আছে
পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দিলেও খেতে পারব না
তাই আমি এখন নীপিড়িতের কথা বলতে অক্ষম
এখন আমি স্বর্গ, মহারাজ, সম্রাট
কিন্তু কবির ভাষা ওরা জানে না
ওদের কবিতা লেখা হবে না
ঔ মা ক্ষুধার জ্বালায় তাই শৈশব সুদর্শন
পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ শিশুদের হত্যা করছে
মা নিজ হাতে ক্ষুধায় রক্তাক্ত হচ্ছে।


(২)
ভারতের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের খোঁজে
পুরাতন বৃক্ষ কৃষ্ণ মনে পরে যায়।
কৃষ্ণের মুখ যদি আজ কেন্দ্র হয়
বাঁশি তবে রাজ্য।
চক্র হল গোধরা ঘটনার মতো
কোন এক প্রকান্ড।
আর সাধারণ মানুষ সেখানে
মহাভারতের আঠেরো দিনের মৃত সৈনিক।


(৩)
শহরটাতে জঞ্জাল জমেছে মেয়র বলছে পরিষ্কার করি
শহরটাতে জামজমাট তাই উড়ালপুল চাই
শহরে শীত পড়েছে, অতিরিক্ত দূষণ চাই
শহরের গাছে পাখি নেই, পাখির ফল চাই।
শহরে একঘেয়ে পুরনো বাড়ি, বহুতল দরকার
শহরে সৌন্দর্য অ্যান্টিক, মেদো নারী
শহরে সুন্দরী চায়
একুশের নারী, টপ জিন্স আর জীবনের মোবাইল ব্যস্ততা
কবি মনকে নিংড়ে নিংড়ে খায়।
(৪)
জল তো চেয়েছিল অনেকে গাছে অনেক প্রাণ দেবে
গাছ তো চেয়েছিল অনেক মানুষকে, অনেক প্রাণ দেবে
মানুষ তো চেয়েছিল মনুষ্যত্বকে, আরেকটা প্রাণ দেবে
মনুষ্যত্ব চেয়েছিল কৃত্রিমতার আধুনিকতা চুমু খাবে
কিন্তু জলের মতো
বাঁচার কথা কেউ ভাবেনি।
(৫)
পরিচিত পরিচিতির বাইরে পুরাতন অনেক পুরাতন
অনেক বয়স ছিল প্রচন্ড জরুরি পথিককে চিনতে
তোমার কর্মে অপেক্ষা কর, একশো বছর
তোমার রক্তের পরিচিত জন
তুমি যতই পাপী হয়
করবে সমাদর।