কুয়াশার মতো কুয়াশা ভাষাকে করছে জীর্ণ
ধোয়াশার মতো সব ভালবাসায় নিজেই বিদীর্ণ।
দিচ্ছে, দিচ্ছো গান স্যালুট দেশের জন্য নিবেদিত
তবু শান্তি নেই মানুষের মনে...ক্ষমতায় বিদারিত।
নেতারা তো দিব্য থাকে বারুদ গন্ধ ছাড়া স্বপ্নে
সীমারেখা রক্ষার্থে অর্থ খরচ রাষ্ট্রের...কত যত্ন।
কেউ এক বারও শান্তি প্রচারে মাথায় ঘামায় না
মানুষ বড়ই কৃত্রিম...যুদ্ধ কিছুতেই থামাতে চায় না।
#
যুদ্ধ থেমে গেলে সবটুকুই পাল্টে যেত হিসেব-নিকেশ
যুদ্ধহীন পৃথিবীতে নেতারা কাদের দিত তাহলে উপদেশ!!
সেই জন্য তারাই কূট কৌশলে যুদ্ধ যুদ্ধ খেলে রোজ
মৃত জওয়ানদের গান স্যালুটেই চমক, সহানুভূতির খোঁজ??
#
কোথায় এখন ত্রিরঙ্গা..প্রোফাইল ছবি পরিবর্তন করার জিগির
শান্তি-দেশাত্মবোধ জাগলে মানতে শ্বেত চামড়ার ফন্দি ফিকির...