নিজের কাছে আটকে রাখছে সময়
জানে না, সময় গতিশীল
সে থামে না, ছড়িয়ে দিতেও
আবদ্ধ হয় না।
তাই, যুগান্ত জুড়ে
এতো অসুবিধা।
মসনদে বসে আছে
কিন্তু কি করতে হয়
তা জানে না।
সঠিক ভাবে তাই
কাজ হয় না দ্রুত।
শুধুই একে অপরকে দোষ
এই ব্যবসা মানসিকতা
মুক্তো হোক।
মুক্তি চাইছে কবি
সব জন্মের কাছেই
--সত্য আহ্বান।