প্রতিটি মানুষ নব্যপ্রাণী।
সভ্য বলেই কাঁকড়া নয়।
কাঁকড়া ভাবে বণ্যপ্রাণী।
নিজের বিবেকেই সংশয়।
কবি এখন ঘুমিয়ে পড়েনি
উলঙ্গ শিশুর মতো অপেক্ষা,
সত্য কবি অমরত্ব খোঁজেনি
তাই সাম্য দিনের প্রতিক্ষা।
যারা নিজেকে মহান ভাবে
তাদের নিপাত করে মহাকাল
যারা নিজেই ক্ষুদ্র, কিবা পাবে!!
কাঁকড়া সুখে, কলম সুখী-আকাল।