অনেক শব্দ লিখেছে হাত,
এখন টাইপের যুগে ক্লান্ত
আরও কবিতা লিখলে
কবি মনটা হবে শান্ত।
কবিতা অনেক, কবিতা
বোঝাই করা বাংলা ব্যাগ,
এখন পরতে চাই বাংলায়
মনের মতো খুশিময় ট্যাগ।
ভাবতে হবে, ভাবার কথা
বলতে হবে বলার বাণী,
আমি আমার মতো কবিতা
বাংলা কবিতা নয় বদনামী।
কবিতার পাহাড় কি হবে
অসুখ করলে পথ্য নেই
কবিতা বিক্রি করব আজ
কবিতা বিক্রি বলেছি সেই।
এসব কবিতা আগলে রেখে
কিছু পাইনি খাদ্য জীবন
এই জন্য কবিতা বেঁচে
জীবনে আনব নব প্লাবন।
#
কবিতা এবার তোর হস্তান্তর
কবিতা এবার মৃত্যু দিগন্ত,
মিটুক কবি বাঙালির মতান্তর
কবিতা মমি-তে থাক ঘুমন্ত।