নতুন বলে কিছু নেই সবটাই পূর্বের মতো
তোমার প্রেমে জড়িয়ে আছে...নতুনের ক্ষত।
জীবনের একইরকম সব কবিতার উনিশ-বিশ
জীবন তো সিলসিলা...খাওয়াবো কা এক কোশিস...
দেখতে শিখছি, বলতে শিখছি, ভাবতে শিখছি রোজ
কবিতাই নিয়েছে ডায়েরির পাতায় আমার খোঁজ।
খুব ভাল লাগে, খুব একা লাগে, হাসতে পারি না তাই
একলা পথে সকলের মতো একাই হেঁটে যাই।
কেন জানি না কিছু কিছু ঋণ আজন্ম থাকে
সেই সব কথাই আমাকে আজও বাঁচিয়ে রাখে।
আত্মার টান আগেও ছিল, আজও আছে – বোধহয়
আমি কবিহীন এক কবি...মেলাময় এটাই সংশয়।