নাই বা হল বলার কথা, বলার মতো করে
জীবন গেছে এইটুকুতে এক্কেবারে ভরে।
সব হারালাম, সব ছাড়লাম, পেলাম মন ব্যথা
কবিতার ছন্দে লুকিয়ে ভালবাসারই কথা।
পড়তে চাইছে, পড়ার মতো...করে কবি তাই
কবিতার মতো না-কবিতা আজ রেখে যাই।
ভাবনাহীন ভাবনা, আর চুড়ান্ত সফলতা
এগিয়ে চলাই এখন আমাদের চুপকথা।
ভাবনা আসে আশা নিয়ে, ঢেউয়ের মতো
সূর্য প্রণাম...মন্ত্র নমস্কার...করি মাথা নত।
কিছু পারিনি এই চেতনায় যাবো চলে
কি হবে আজ..সব পেয়েছি..অহং কথা বলে!!