সুখে আছি, শান্তিতে নেই।
এই চেতন তো দর্শন দিতে পারে।
এই কারণেই এত বছরের
কবিতার খোঁজ।
তা উপলব্ধি করলে আজ।
তাও ভালো
যেদিন আমি চেঁচিয়েছি,
বাজে হয়েছি,
ক্ষত-বিক্ষত হয়েছি
সেদিন বুঝলে...
আজ আমায়
মৃত সর্বস্ব হয়ে
শুধু বাংলাকে চুমু খেতে হত না।
কিছু চুমু তোমার জন্য—
তুলে রাখতাম।
সযত্নে।