জীবন্ত অনুভূতিতে না-কবিতা আসছে
মৃত ইচ্ছারাও কেমন যেন বদলে যাচ্ছে।
লেখাগুলো ফেলে দেওয়া আস্তাকুড়ে
সুর গন্ধহীন জীবন মিশছে নলেনগুড়ে...
হরেক পিঠে অনলাইনে মিলছে
ব্যবসায়ীরা মুনাফা তুলছে।
রান্না ভুলেছে আমাদের বাঙালি ঘর
বদলেছে অনেকটাই বাঙলার স্বর।
বিপন্ন প্রিয় বাঙালি, বিপন্নরত আমরা
এভাবে কি পেলে তোমরা।
আমিও হারিয়ে ফেলেছি, আমার সমস্তটুকু
বাংলার ভালবাসাটুকু।
উদয় অস্ত তাই বাঁচতে ইচ্ছে করে
তোমার জন্য মনটা কেমন যেন করে...
বাংলা, একটু বাঙালি হতে চাই
পিঠে পুলির দেশে আমায় দাও ঠাই।