ক্ষুদ্র হচ্ছে প্রাণ, তাই কবিতার আস্ফালন
আমরা অবিবেচক, তাই মানবতা পালন।
মানুষ হলে তো সবুজ বনেই থাকতাম
মানুষ হলে সবুজায়নের কথাই ভাবতাম।
এখন স্মার্ট ভ্যালু লাইফ, মোর ফাস্ট
কবে বুঝব, সব হারিয়েছি-অ্যাটলাস্ট।
#
দিক তো বদলে যাবে দিকের সাথে
ঘুমাতে ভুলছে স্মার্ট...প্রতি রাতে।
মুক্তির জন্য কেবল বাংলা শব্দ চাই
কবিতাময় জীবন, বুঝে নাও স্মার্ট গাই...
কবিতা নেকি করে না, কবিতা শক্তি
জানবে অমরত্ব স্থিতির প্রতি এ ভক্তি।
সর্ব শক্তি তো বিশ্ব ব্রহ্মান্ডের মূর্ত চরম
স্মার্ট—সবুজ হত্যা করে নেই শরম!!