লুকিয়ে আছে কবিতা মৃত্যু খাতায়
জমছে মৃত্যু আমার মনের মাথায়,
ধীরে ধীরে ভাবনা জমছে মোহনায়
জীবন এখানে শেষ বলে শব্দ ভাষায়...
বেড়ে গেছে যত জন্মের চুড়ান্ত পুরস্কার
জৈব প্রাণ জানে কি করতে হয় রাতে
চলছে সব সেই না জানা খাতে...
এখন বল ও রান সমান সমান হল
ভালবাসা তুমি কার নিজেই বলো...
ধীরে ধীরে তাই নোখ খাচ্ছি বসে
এমন বল পেলে লাগাতাম কোশে...
আজ ভাবনার ক্রিকেটে মৃত্যু আসুক
তোমার দেহ আমার মতো হাওয়ায় ভাসুক,