অনেক কাল মিথ্যা আশ্রয় নিলাম
আজ থেকে বোবা হয়ে যাবো।
বিস্তারিত আর জানতে চাই না।
সূর্যাস্তের অন্ধকার তারাদের দেখব।
বিবৃতি সমান সাহিত্য দরকার নেই।
সে সব তো বড়লোকেদের একছত্র
আমি মাটির কাছেই মরতে চাই
নিশব্দে।
বাকিটা সময় সূর্য ভোরের মতো
আশা নিয়ে বেঁচে থাকব।
নীরবে।
যদি তুমি আসতে চাও
সমস্ত জীবনটুকু দূরে ঠেলে
বাঁচার জন্য বাঁচতে শেখো...
খেদ রেখো না মনে।
ভালবাসাই দেবো গোপনে নয়
বাস্তবে।