সুন্দর তো জমেছে শরীরময় শালিকের মিশ্রণে
যেতেই হবে আমাদের মানবিক সহমরণে...
ধীরে ধীরে সিড়ি দিয়ে উঠছি...ধুলোময় সবটুকু
কোথায় লুকিয়ে আমার ছোট্ট জীবনের খুকু,
ভালইলাগে ভাললাগার চর্চা আর অন্তিম কারণ
মাঘ মাসেই তো কম্বল প্রিয় অকালশ্রাবণ...
ধীরে ধীরে পা চলছে কবিতার স্রোতে
মৃত্যু হলে সন্তান...আঁকড়াবো কোন বন্দর পোতে?
#
সঠিক বেঠিক মিলছে...আলোচনাময় সিড়ি
বাংলার বাসযোগ্যতা ভাবায় তুলনাহীন তাড়াতাড়ি...
নিয়ন্ত্রণ নেই শালিক মনে...দুটি মন হলে ভালো
দুশালিকের মতো খুশ খবর বিশ্বময় দরকার
পরমাণু হীন বিজ্ঞান চাই শান্তির জন্য সরকার
ধুলোহীন ছাদ চাইছে...ভালবাসার কথা বলতে
মন চাইছে আকাশচুম্বীতে নীরবতায় চলতে...