ফেলে আসা জীবনে স্মৃতি আছে অকিঞ্চিত
জমে উঠেছে অর্দ্ধ জীবনে নবতম সংগীত।
তুলনাহীন এক পৃথকীকরণ সবযুগে হয়
নবতম বেঁচে থাকার চরম এক প্রত্যয়।
শূন্যতায় আবহমান কাল, মহাশূন্য আছে
সব সুখ বন্ধক রেখেছি তোমারই কাছে।
আসতে আসতে মিলিয়ে যাচ্ছে অনেকটা
আসতে আসতে ভাবনায় আসছে বঞ্চিতটা,
ভূতের মতো জীবনযাপনে ফাঁক রয়ে গেছে
আমার মধ্যে কত সৌন্দর্য এভাবেই বেঁচে।
সহায়তা নাও, সহায়তা দাও, বলছি তাই দেবে
চুড়ান্ত কিছু মানবিকতা এভাবেই মূলে ফিরবে।