স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে ডান-বাম সবদিকে
তবুও তুমি-তুমিই হবে না কখনও যে ফিকে,
কবিতা বলছি এখন চলন্ত ট্রেনেতে রোজ
জীবনই দিয়েছে তোমার মনের খোঁজ,
হেসে চলে মন ধাক্কা লাগে এ ভিড়ে
আমার মন তোমায় রয়েছে ঘিরে,
তারপর গন্তব্য আসে কবি'র
মিলায়ে না প্রেম ছবির,
ভেসে চলি ঘর পথে
ভালইবাসি শপথে,
এবারে সত্য স্থির
তোমায় ছাড়া
আমিও যে
অস্থির
মম