আমার এখন গভীর অসুখ ভালবাসায় যেমন হয়
দু তিনটে পাউরুটি ডিম কলা, দুপুরের ভাত বোধহয়
আরশোলা ইঁদুর ঘুরছে, সালাইনে মিশছে ফিনাইল গন্ধ
নার্স, তুমি কি নির্মলা? তোমার বুকের বোতামটা কেন বন্ধ?
এসো তবে রোগ ভুলে তোমার খবর পড়ি রোজ দিন
এখানে থাকলে তোমার সেবা পাবো, প্রেমের সারাদিন
মাথা ঠিক আছে, প্রেমটাও হয়ে গেছে নার্স- ভাঙা পায়ে
জীবনহীন অনেক চক্ষু, ভালবাসার কবর দ্যায় আমায়ে
নিজের নামটা ভুলতে চাই নার্স, নির্মলা তুমি সত্য আজ
তোমার জন্য কষ্ট করব, শ্বেত বস্ত্রে অনন্ত এই সব সাজ
.
তোমার কপালে সিঁদুর, অবৈধ জীবনে ভালবাসা প্রচুর...