আপনি আজ যা বলতে চাইছেন
সেই সেবার কথা অনেক আগে
বলেছেন বিধান চন্দ্র রায়।
তবু দুই বাংলায় আজও অনন্ত
রক্তক্ষরণ, প্রাণনাশ করছে,
হত্যা হচ্ছে হায়।
নেতা-নেত্রী রাজনীতি বুঝেছে
সাধারণ মানুষের প্রাণ বোঝেনি
ভোট ব্যাংকে নিয়েছে ঠায়।
আর কবে মানুষ হতে পারবে
ধর্মের উর্দ্ধেও ধর্ম আছে মানবিকতা
কবে সেই চিন্তায় যাওয়া যায়।
পারলে একবার দুই দেশের
বাঙালিরা এক হয়ে ওঠো আবার
রাখীবন্ধন করো ভায়ে ভায়...
এই সুরে অনেক রক্ত লেগেছে
রবি-নজরুল ভুলে রক্তে মেতেছে
আমাকে শান্তি কথাই ভাবায়।
আসো সব বাঙালি হাতে হাত রাখো
জানি তুমি পানি আমি জল
দুইয়ে মিলে হোক মনোবল-এক থাবায়।
একতার জয় আগেও ছিল – আজও আছে
রক্তে শুধু মানুষ শব্দটাই আনবে কাছে।
মানবিক হতে হবে, আর নেই উপায়...
জেহাদি-জঙ্গী সাম্রাজ্যলোভী ক্ষমতা নিপাত
যাক গরীব মায়ের মোটা কাপড়ে ভালবাসব
বাংলাকে বাঁচাবো, ভালবাসায়।
লোভ করে কী লাভ!
উলঙ্গ শিশু থেকে গিয়ে মৃত্যু তো উলঙ্গ
কী লাভ এসব সম্পত্তি কী বানায়
স্বর্গ বা আল্লা বা যীশু কী এই শিখিয়েছে
তাহলে আর যাই হও তুমি পশুরও অধম
নিয়ে যাবে এসব কবর বা চিতায়...
নিজেকে শ্রেষ্ঠ বুদ্ধিশীল প্রাণী বলো না
মানুষ হও, জল্লাদ হয়ে কেউ অমর হয় না
মুর্খের বারুদে-মানুষ হও, মন্দির-গীর্জা-মদিনায়।