রমজানের আগে শেষ শুক্রবার
তবু আনন্দ ঘিরে বাঙালি সবার,
ফিরতে চাইছিল আনন্দঘন ঘরে
তবু প্রাণ অকালে এভাবে মরে।
রেস্তোরা গুলশন আজ রক্তাক্ত
জঙ্গীরা শুধু মারা নয় মরার ভক্ত,
তবু আমাদের শক্ত দৃষ্টি চাই
সমস্ত ধর্ম সমান, সকলেই ভাই।
এই চিন্তাগুলো অনেক কালের
তবু মাথা খাচ্ছে নেট অন্তর্জালের...
এগিয়ে চলার পথে তাই পূবে কালি
আইসিস-রা ক্ষমতালোভী পুরো জালি।
.
বাংলাদেশের বাংলা ভাষা-বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধ
হুমায়ুন আজাদকে হত্যা, এখনও করে ক্রুদ্ধ...
.
জঙ্গী মডিউল নিয়ে মাদ্রাসা চালাচ্ছে
ধর্মকে নিজের স্বার্থে এরা গোলাচ্ছে,
জানে না মানুষ মানে অনন্ত সেবা
আদর্শ-টাকায় ফিঁকে জানে কেবা...
বাংলাদেশ তাই শক্ত ঘাঁটি আজ
পূর্বের সূর্য কোণে বাঙালির বাজ,
মৃত্যু তাই দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘটে
পরোক্ষ মদত দেশেই, সত্যই বটে।
অনুগ্রহে সমস্ত মানুষ ঘেন্না করো জঙ্গী
বিকৃত ধর্ম প্রচার করাই ওদের ভঙ্গি...
সোশ্যাল ধর্ম প্রভাবিত হও না আর
মানুষ মানুষের বোঝো এই সার...
না হলে মৃত্যু হবে তোমারও মেরে
যেতে হবে সোনার বাংলাখানি ছেড়ে।
লাভ নেই সে সবে, লাভ নেই আর
ভালবাসাই দিতে পারে শ্রেষ্ঠ আকার,
বিদ্বেষ, দ্বেষ এসব করে লাভ নেই
মানুষ মাত্রই ক্ষোভ তো কিছু থাকেই।
যদি পারো নিজেকে নতুন করে দ্যাখো
মানুষের আর্শীবাদ মানুষ ভেবে মাখো,
হত্যা করা, টাকার লোভ আখিরে ক্ষতি
জঙ্গী তোমরা বোকা, আসবেই মতি।
সেদিন নিজেরা নিজের ঘেন্না করবে
এই অপধর্ম প্রচার, টাকা সব ছাড়বে,
ঐ নাটকে জীবনের আয়ু প্রচন্ড কম
পুরুষ তোমার ধর্ম সৃষ্টিতে মিথ্যা সরম।
সৃষ্টি করো সেবা, মানুষের জন্য প্রীতি
এটাই তো সমস্ত ধর্মের একমাত্র রীতি,
অসম্মান নয় সম্মান করি জঙ্গী মানুষকে
গদি লোভী জঙ্গীরা রক্তস্রোতে মাতুকগে।
তুমি শুধু প্রচার করো, ফেলে দিয়ে অস্ত্র
রক্তহীন শান্তিশুভ্র তোমার ভেট হোক বস্ত্র,
এগিয়ে চলো চলার পথে, এগিয়ে চলো
জঙ্গী কথা ছেড়ে মানুষের জন্য কথা বলো।
দেখবে শান্তি মনের মধ্যেই রাখা আছে
আইসিস সমাধান নয় মানবতার কাছে,
শিক্ষিত ছাত্রছাত্রী, দিও না যোগ ব্রেনওয়াশে
হাত বাড়াও আজ পূর্ণ শান্তির স্বচ্ছ প্রয়াসে।
আল্লা কখনই নিজের মতো ধর্ম-রক্ত বলেনি
সত্য মুসলমান কখনই লোভে মেতে চলেনি,
বদনাম করো না বাংলাদেশকে এমন ভাবে
জঙ্গী তোমরা মৃত্যু উপত্যকায় কোথায় যাবে!!
স্বপ্ন দ্যাখো, শিক্ষা দাও মানবতার - যা সত্য
ভালবাসাই হোক বাঙালির একমাত্র পথ্য,
বাংলাদেশ সাথে আছি, ব্রেসিল, তুরস্কের মতো
আমিও কাঁদছি ভাষা বাংলায়, চাই না জঙ্গী ক্ষত।