এসব বায়েনা করতে নেই—
যাও পড়তে বসো, ক্লাস টেস্ট ফ্রাইডে।
রথ চালাবে! ফুল মার্কস চাই নাও সেটা মাইন্ডে...
এসব তো মিডিওয়াকাররা করে—
আজ পিৎজা আসবে, চুপ করে হোম ডেলিভারি
রথ বলেই এই ছুটির দিনে পরব না শাড়ি...
রশি টানা মেলায় খাওয়া, রাবিস --
খিঁচুড়ি জিলিপি ব্যাগডেটেড, সাথে অ্যাসিডিটির পাপড়
বেশি কথা বললে, নেট অফ, মারব এক ঝাপর...
মেলায় গিয়ে নাকড়দোল্লা কেন –
নিক্কোতে রাইডগুলো কী ঐ ন্যাস্টির থেকে ভালো
এই বাঙালি কলকাতা ন্যাস্টি, এক্কেবারে কালো।
...
সেই ছেলে কিছু বছর পরে
শুনেছিল সব মন দিয়ে যেমন রোজ শুনে যেতে হয়
বলল - ব্যাবসা ডাউন হলে কালীঘাটে পুজো কেন! এত ভয়!!
তারপর গণেশকে পুজো
ফেনশ্যুই, ফার্নিচারগুলো প্রায়ই এদিক ওদিক করেছো
গুড লাকের জন্য মাথা কপাল কুটে কেন তবে মরেছো!!
কোনও দিকের নও
বলেই এখনও অষ্টমী, বিজয় দশমী সিঁদুর অঞ্জলী সেলফি
বাংলা যদি এতই খারাপ, কেন তবে পিনপিসি-র ভেলকি!!
বাংলার সংস্কৃতি শ্রেষ্ঠ
দ্যাখো একসাথে রথের রশিতে কেমন চাঁদে ঈদ খুশি আজ
বাঙালি মন জুড়ে সৌভ্রাতৃত্বের ইফতারে নতুনরকম সাজ।
যতই নিউইয়র্ক মানো
জেনো মরলে অঙ্গদানে ভয় পাবে, শ্রাদ্ধ শান্তি করবে
রেজিস্ট্রি বিয়ে করলে, সামাজিক বিয়ের কথা তুলবে।
মনের থেকে আধুনিক হও
কাজের মাসি আমায় দেখেছে, তাকে ছোট চোখে দেখো না আর
বাঙালি হয়ে ব্রিটিশ পালকে ময়ূর জন্মের সাধে হয়ো না একাকার...