অনেকগুলো না পাওয়া হ্যাঁ হবে না কোনও মতে
হেঁটে যাব অজান্তে মূল্যবোধের একাডেমিতে...
শুদ্ধ করব আত্মা-মন-বানান-যতি চিহ্ন
তোমাকে ছাড়া ভাললাগে না কিছু ভিন্ন।

তাই তো তুমি ভালবাসার বিপরীতে ঘৃণা
মনে নেই তোমার সাথে ভেজা আয়ুকাল বোহিমায়ানা।
খোলা জানলা, পাতা টেবিল আর লেখকের লেখা
কবিতার গ্রন্থকাব্যে তোমার সাথে হয় দেখা।
তুমি সেই দিন, সেই কাল, সেই অভিধান পেরিয়ে
আমায় এড়িয়ে
খুঁজে নিয়েছ জনপদের বন্দর, পাকা মাস্তুল দাড়ি ক্যাপ্টেন
মনে পড়ে যায় তোমার রাধা সেই কষা চিকেন।
বৃষ্টি এলে গাল ভিজে ঠোঁটে নোনা ধরে এভাবেই কত কাল
এখনও তোমার ছবিতে নমস্কার করি প্রতি সকাল।

বন্ধু-প্রেম-ভালবাসা-বিয়ে আলাদা করে হিসেবি পলাতক
এখনও করি-করব কারণ ভালবাসা সত্যই একক...