ঠোঁটের উপরে ডানপাশে আঁচিল,
ছিল ঘাম ডিওড্রেন্ট আর প্যাকটাপ ভীড় ট্রেন,
স্তনে স্পর্শের ক্ষমাতে ছিল মিষ্টি বাংলার রহস্য
শিক্ষিকা বোধহয় -- ফটোজেনিক লুকসে মগ্ন ব্রেন।
মিলিয়ে গেল স্টেশনে, স্টেশনে,
সংসার করে গুপ্ত ফ্যারাও যৌবনা শিল্প...
কৃষ্ণা রঙের আগুনপাখির ঠোঁট মোম নয় কেবল ওম
না দেওয়া চুমু জমিয়েছি কলমী শাকে অল্প অল্প।
আমার আঁচিলে...আর চুল বাঁধব না -- থাকুক...