আজ তোমার চুল সরিয়ে গন্ধ শুকলাম।
তুমি তখন গভীর ঘুমে মগ্ন।
গিয়েছিলাম। অনেক দিন ছবিতে বন্দী।
তাই নেমে গিয়েছি দারুচিনি দ্বীপে,
সেখানে ভালবাসার অনন্ত দর্শন অপেক্ষারত
তুমি সেই পথেই আমায় পেতে চেয়েছিলে...
কিন্তু আমি তো কার্গিলের যুদ্ধে মৃত।
তুমি আজ অন্যের স্ত্রী।
ভুলে গেছো।
স্বাভাবিক সামনাসামনি না থাকলে
মৃত্যুবার্ষিকীর দিন জল ফেলার
কোনও মানে হয় না।
ভালবাসা এগিয়ে চলে অন্য পথের খোঁজে।
ভালবাসা সত্য তবে তা রূপ, রং, গন্ধ পাল্টায়...
যারা বলে ভালবাসা একটাই, তারা ভুল করে।
ভালবাসার বিষয় একটাই, কিন্তু ভালবাসা অনেক।