অনেক কাল বিস্ফোরণ করিনি
অনেক কাল গালাগাল দিইনি,
অনেক কাল ভাবতেও পারিনি,
অনেক কাল শীতঘুমে জাগিনি,
অনেক কাল কবিতা পড়িনি,
অনেক কাল চুমু খাইনি,
অনেক কাল গল্প বলিনি,
অনেক কাল খেলনা খেলিনি,
অনেক কাল উপন্যাস পড়িনি
অনেক কাল যৌনতা মাখিনি,
অনেক কাল হিসেব কষে বাঁচিনি,
অনেক কাল শত্রুতা করিনি,
অনেক কাল তোমার গন্ধ শুকিনি,
অনেক কাল কাঁদতে পারিনি,
অনেক কাল পকেট খালি করিনি,
অনেক কাল জীবন যুদ্ধ করিনি,
অনেক কাল ভাঙতে পারিনি,
অনেক কাল রক্ত মাখিনি,
অনেক কাল পাগলামো করিনি,
অনেক কাল অনেক কিছুই করিনি
অনেক কাল জন্মগ্রহণই করিনি
আজ -- স্বাধীন হলাম।